কবিতায় বলরুমে অমিতাভ সরকার

ইন্দ্রিয়জাত
মনের মধ্যে বায়না সুতো
নিন্দুকে আজ আপন করায়
ভালো-খারাপ লাভ অপলাপ
ধারেপাশে একই জায়গায়
ভাবনা কাঠি জাদুর লাঠি
জোট নিজস্বী হাল্লা বোল
রোদের ছাতায় পেট গুড়গুড়
বৃষ্টি হলে যে গণ্ডগোল
রাস্তা বাড়ে ঘুম ছোট রাত
শরীর ছুতো আর কী ক্লেশ
পরের টাকায় তাবেদারি
আসল মাথা নিরুদ্দেশ।