তিলোত্তমার দল
ঘৃণায় ঘৃণায় জন সমুদ্র ভেসে যাক।
নীল আকাশ ঢেকে যাক গাঢ় নীল বিষে
গোটা বিশ্ব এক হয়ে লালে লাল হোক মহাপ্রলয়ে ধ্বজা হাতে।
লালে এত ভয় কেন আজ!?
লালে রাঙা করলে যখন দেব কন্যাকে
নৃশংস্হত্যার কাজ ঐ লাল মাটির শহিদে
তবে কেন লাল দেখে এত ভয় পাও
অপগন্ডকের দল!
এসো, আরও একবার লাল রঙ তােমাদের চেনাতে হবে;
নিজেদের কুকর্ম ঢাকতে নিয়ে নিলে দেব কন্যাটাকে
এত পাপ সইবে না তো, অগুনিত জনতার স্রোত আজ চারিদিকে
তোদের শাস্তি আজ দেবে অগুনিত জনতা…,
তৈরি থাকিস ঐ ভাবেই রাতের সাহসে ।
ইচ্ছে তো করছে তোদের ও দেহ নিয়ে
ঝুলিয়ে রাখি কসাইয়ের দোকানে
তোদের দেহগুলো ছিন্ন ছিন্ন করে পশুদের খাওয়াতে,
রক্ষক যেখানে ভক্ষক সেখানে তো এটাই কাম্য
কি ছিল তিলোত্তমার দোষ !
এভাবেই দিতে হলো নিষ্পাপ প্রান টা কে
এত ঘৃণা নিয়ে বাঁচবি কি করে
ওরে নর খাদকের দল;
তৈরি তোরাও থাকিস –
আসছে তিলোত্তমার দল
হোক আরও একবার বিশ্ব টা তোলপাড়।।