T3 || সমবেত চিৎকার || বিশেষ সংখ্যায় ত্রিদিবেশ দে

আমরা হাঁটছি
আমরা হাঁটছি রাত দখল করে
কিছু লাভ হবে না জানি
তারপরেও আমরা হাঁটব।
আগুন এভাবেই জ্বালাতে হয়
লড়াই, লড়াই, লড়াই-
এ লড়াই শুধু মেয়েদের নয়-
এ লড়াই মানুষের।
দেওয়ালে পিঠ ঠেকে যাবার লড়াই
ঘুরে দাঁড়ানোর লড়াই।
ভয় পাক হিংস্রতা,
ভয় পাক বর্বরতা,
ভয় পাক নৃশংস বীরপুঙ্গবের দল,
আমরা সত্যের মুখোমুখি হতে চাই।
আর মিথ্যে আড়াল নয়
এই আগুনের লেলিহান শিখায়-
বর্বরতা র বিনাশ হোক।
লড়াই, লড়াই, লড়াই,
অন্তরের অন্তঃস্থল থেকে-
বের হয়ে আসুক আগুন।
সেই আগুনে পুড়ে
আমরা হব সত্যিকারের মানুষ।