T3 || সমবেত চিৎকার || বিশেষ সংখ্যায় অমিতাভ সরকার

কলমের দৌড় মশাল
কিন্তু এত মানুষ কীসের টানে রাস্তায় নেমেছে
কেউ কিছু বলে দিচ্ছে না, ভয়ডরহীন, সবাই সামনে
ঢাল তরোয়াল কিচ্ছু নেই,
আছে যেটা সেটা
একনিষ্ঠ সাহস আর সবার সমর্থন
রাতগুলো আর ঘুমোবে না
ইন্দ্রিয়ের কলুষতার দখল নেবে মহাকাল
খড়্গ প্রস্তুত
শুধু পুজোটাই যা বাকি
আগুন জ্বলছে।
বুক চাপা একরাশ আগুন
আগুনের জাত, ধর্ম, দল কিচ্ছু নেই,
আকাশের তাই পতাকা লাগে না।
মানুষগুলো ছাতা ছাড়া এই ভাদুরে বৃষ্টির মধ্যেও মাটির লড়াইয়ে সব্বাই
সত্যর জোর মিথ্যে অনেক মিথ্যে দিয়েও তো…
অমিতাভ সরকার