কবিতায় মঞ্জিরা ঘোষ

টাপুর টুপুর বৃষ্টি আসে
বৃষ্টি মানেই এক নদী ঢেউ
উপচে পড়া মন কেমনের ভার
বৃষ্টি মানেই ঝর্ণা তলায়
একলা মনে নিবিড় ধারাস্নান।
বৃষ্টি আনে মেঘলা বাতাস
কদম ফুলের ঘ্রাণে,
জুঁই দোপাটি মুখ তুলেছে
হালকা অভিমানে।
বৃষ্টি ফোঁটায় রোদ ভিজেছে
একলা খোলা মাঠে —
টাপুর টুপুর বৃষ্টি আসে
নৌকা বাঁধা ঘাটে।
ঘাটের কাছে ঘাট মেনেছে
তপ্ত আঁচে প্রখর রোদের কণা
জলবাহিত ভালবাসায়
জল পরীরা ঈষৎ অন্যমনা।
আনমনে তাই ভাবছে ভাবুক
গোপন অতীত কথা,
পেরিয়ে আসা অনেক ব্যথা
অনেক ব্যাকুলতা।
স্মৃতি মানেই যে রূপকথার
গচ্ছিত রূপটান —
অরূপরতন পাবার আশায়
মন করে আনচান।।