কবিতায় সন্দীপ কুমার মিত্র

ব্যর্থতার উপলব্ধি
সেদিন পরিবেশনে ছিলনা
উচ্ছলতা
নিয়মের বাধা গতে ছিল
দৈন্যতা।
দুঃখের বাঁশরী আগে থেকেই
বেজেছিল
তাইত চেপে বসে ছিল
হীনমন্যতা॥
রাতের আকাশে পূর্ণিমা ফালি
চাঁদ
নীলাম্বরে নেই কালো মেঘের
কানাকানি—
এসেছিলে কাছে রাতের জোনাকি
হয়ে
তবু মনে হলো পিছনে কে রেখেছে
টানি॥
আমি ভবঘুরে সারাদিন পথ
ক্লান্ত
রাতটা কাটে পথের ভাঙা
কুটিরে।
হয়েছিল পথেই আলাপের
সাতকাহন
চোখেচোখ রেখে স্বপনে ফেলেছো
ঘিরে॥
ছিল না বসন্ত না ছিল পলাশ
দুপুর
এসেছিলে কাছে বাজেনি পায়ের
নুপূর।
শুধু একরাশ ব্যথার চাহনি
মেলে
ওই চাঁদমুখে বৃষ্টি টাপুর
টুপুর॥
অবহেলা আর বঞ্চনা গায়ে
মেখে
জীবন চলেছে সময় আলেতে
বেঁকে।
চাওয়া পাওয়াহীন সমুদ্র ঢেউ
ভাসিয়ে
আছড়িয়ে পড়ে ভাঙা রামধনু
বুকে॥
আজও প্রদীপ জোটেনি ভাঙা
ঘরে
আলোটুকু দেয় চাঁদ আলতো
করে।
জানি ভালোবাসা যেটুকু ভরসা
চায়
নিজেরে নিয়েছি গুটিয়ে না দিতে
পেরে॥