প্রবাসী মেলবন্ধনে বাহাউদ্দিন সেখ

কবুল না কভুল
যে শব্দে তুমি বেঁধে ছিলে একটি ঘর—
বেঁধেছিলে একটি সম্পর্কের নাম,
বেঁধেছিলে একটি আশা-ভালবাসা
অথচ একটি ভরসার প্লাম!
ত্রি শব্দে বেঁধেছিলে কবুল কবুল কবুল।
আচ্ছা এটাই কি আমার জীবনের ভুল?
এক সম্পর্কের নাম, শুধুই কি হাত ধরা?
ত্রি শব্দের মানে ঠিক বুঝলাম না!
যে কবুল বলে দিয়েছিল মর্যাদা স্ত্রী-র
আর ভেঙে যেতেই ত্রিশব্দেই শুধু যন্ত্রনা।
বিয়ের আসরটা ঠিক বুঝলাম না?
যে সম্পর্কে নাম বেঁধেছিল কবুলেই
সেই সম্পর্কের নাম আবার মিটছে যেন
ত্রি শব্দেই তিন তালাকেই!