কবিতায় তাপস মাইতি

জানি না অথচ
কোথায় দাঁড়িয়ে এলাম জানি না
কোথায় ছুটে গিয়ে কি দেখছি জানি না
এখন আমাকে পীড়িতের মতো
দুঃখ দেয় মেঘ
এখন প্রতিপদে ঘুর্ণি বাতাস
মশাল জ্বালিয়ে যেন আসছে তেড়ে
আমাকে পালাতে হবে কিনা
তাও জানি না
আমাকে হাঙরের ক্ষুধা নিয়ে
এই পথ — আঁকা বাঁকা গলি, গাছপালা
ঘুরতে হবে কিনা জানি না
দেখতেই হবে অথচ কেন এভারেস্ট ওভার কাম
কেন ইংলিশ চ্যানেল
পার হ’তে চায় সকলে