কবিতায় অরুণিমা চ্যাটার্জী

আটপৌরে গল্প
গল্পগুলো আটপৌরে
বেঁচে থাকার সাধ,
গল্পগুলো দৌড়ে দৌড়ে
পাল্টায় না স্বাদ।
গল্পগুলো বর্ণ খোঁজে
প্রজাপতির পাখায়,
ভুখা পেট শুধুই বোঝে
জীবন চলে ভাতায়।
গল্পগুলো পারতো হতে
স্বপ্ন রঙিন আকাশ,
হারিয়ে গেলো, কোন সে স্রোতে
দমকা হাওয়া বাতাস।
আটপৌরে গল্পগুলো
জোড়া দিয়ে দেখি,
সুখ দুঃখ সবই ধুলো
বিনি সুতোয় গাঁথি।
আমার গল্প ভাতের গন্ধ
জ্যোৎস্না আসে না,
ভালোবাসার পথটা বন্ধ
আকাশ দেখে না!
উপন্যাসের প্রতীক্ষাতে গল্পগুলো থাকে
জীবন নদীর জোয়ার ভাটায় মন খারাপের কথা,
আটপৌরে গল্প তখন স্বপ্ন মূল্যে বাঁচে
ভোর কুড়ানো বুকে জমে অনেক অনেক ব্যথা।