কবিতায় চিরঞ্জীব হালদার

উত্তর গায়ত্রী কবিতা
আমাদের সব লণ্ঠন গুলো নিয়ে গেছে আজ চোরে
অবিকল তার একটি আলেয়া জেনেছে বিনয় ঘোরে।
সূত্রের থেকে সূত্র হত্যা আলেয়ার বিকিরণ
চাকা ফিরে এলে তিনিও মোটে অঙ্কের কেহ নন।
তুমি ফিরে চলো ভুট্টা সিরিজে গায়ত্রী ফেরে না সোমে
ধিকি ধিকি জ্বলে কবিতা মৌল রোম নগরের রোমে।
কে কার সূত্র কে কার কবিতা কে কার প্রেমিকা ছিল
কফি হাউসের ভুল ছায়া যত বেচেছে দুটাকা কিলো।
নিহত কলম করেছে প্রসব জন্মান্তর বাদ
মজুমদারের লণ্ঠনে মাপো আলেয়ার যত খাদ।