কবিতায় সুনৃতা রায় চৌধুরী

ছায়াহীন
কলম খুলে কেবল বসে থাকা,
অক্ষরগুলো পাখনা মেলে চলে যায়
দূর, দূরতর আকাশে।
ছায়াটুকু পর্যন্ত মিলিয়ে যায় তার;
কিছু পড়ে থাকে না, কিছুই না।
সে আখর খুঁজে ফেরে একফালি মেঘ,
একটু ঘন ছায়া চায় শীতল হবে বলে।
রুক্ষ হাওয়ায় তার অধরা প্রত্যাশা
হাহাকার হয়ে বাজে, বাজে নিরাশায়।
উত্তাপের প্রখরতায় বাষ্পকণাও বাষ্পীভূত।
ওহে হৃদয়বান! একটা বৃক্ষছায়া আনো।
আমার অক্ষরগুলিকে ছায়া দান করো।
এনে দাও একখানা সজল মেঘ,
মল্লারে মুখর হয়ে উঠুক আকাশলীন বীণা,
মেঘমেদুর ছায়া নেমে আসুক আমার কলমে।