কবিতায় কাকলী বসু

বাবা
“বাবা” মানে মাথার উপর
বটবৃক্ষের ছায়া।
বাবা মানেই কঠিন বক্ষে
স্নিগ্ধ শীতল মায়া।
বাবা মানেই শাসন স্নেহের
যেন ফল্গুধারা।
বাবা মানেই বীর যোদ্ধা
সকল রিপুর কাছে।
বাবা মানেই বিপদ তুচ্ছ
জানি তো বাবা আছে।
বাবা মানেই উঠলে গাছে
হাতে বেতের ছড়ি
বাবা মানেই সন্ধ্যে হলো
খেলা ছেড়ে পড়ি
বাবা মানেই কোনো কাজে
চলবে নাকো ফাঁকি
বাবা মানেই (আজ)
অশ্রুতে ভরে আঁখি।