প্রবাসী মেলবন্ধনে আবদুল বাতেন (নিউইয়র্ক)

প্রিয় ছ’ লাইন

মুকুট, ময়ূর সিংহাসন উড়ে- ফুরে গেলে যাক
প্রিয়তমা, তোমার
লেহেঙ্গায় ঠোকরাচ্ছে আমার কামনার কাক।

সরাও সুরা- সাকী, নৃত্য- গীতির ঊর্মিমালা
তোমার ভোর ভুরুতে
জাগ্রত দিনরাত আমার প্রণয় বিষের জ্বালা।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।