কবিতায় বলরুমে অমিতাভ সরকার

রোদে গরম বাড়ার কারণ
ব্যাপারটা কোনো ব্যাপারই নয়
আবার অনেক বড়ো ব্যাপার
গল্পটা অনেকদিনের
যা হবার সবই মনে মনে
দুজনেই বুঝতো
কেউ আগে, বা পরে
সবার সবটা পারা সম্ভব নয়
চেষ্টা করলেও না
পরিস্থিতিও অনেকটাই দায়ী
কঠিন বা সহজ দুটোই বেশি হলে বিপদ
কিন্তু যা দেখবে লোকে প্রাথমিকভাবে সেটাই ভাববে
এর মধ্যেও বিস্তর বোকামি লুকিয়ে থাকে
কথা একবার বেরিয়ে গেলে আর ফিরে আসে না
এখানেও সেটাই ঘটেছে
ভুল কারোরই কিছু ছিল না সেইটাই ছিল সবচেয়ে বড়ো ভুল
যার জন্য আজ…