কবিতায় পদ্মা-যমুনা তে আবদুল বাতেন

হাসিতে হাসনাহেনা ঢেলে
হাসিতে হাসনাহেনা ঢেলে ঢেলে তোমার কথার কলকল
এর- ওর সাথে। তা বল, মন খুলে
কিন্তু আমার অন্ত:করণ ক্রদ্ধ ষাঁড়ের মতো খল
শিং উচিয়ে মাটির ঢিপিতে গুঁতো মেরে যাচ্ছে, অবিরল।
ক্যাফেটেরিয়ায় তুমি কার কাঁধে ছড়িয়ে সান্ধ্য স্নিগ্ধ চুল
কি সব ফিসফাস বেতাল বাতাসে, দেয়ালেরও কর্ণমূল
অনেক অকথায় ঠাসা, তা হোক
আমার চোখে চাক ভাঙা মৌমাছি, নির্ভয় ভিমরুল
ঝাঁকে ঝাঁকে, একনাগাড়ে ঠেসে দিচ্ছে বেহুশ করা হুল।
গিলছে শকুন, অসুখের আমার একফোঁটা অবকাশ
এদিক সেদিক যেরাম বেড়েছে তোমার তুমুল চুমুর চাষ
তা বাড়ুক, যেমন জোয়ারের পানি
বসতে শুতে কেন আমার আটকে যাচ্ছে শ্বাস প্রশ্বাস?