কবিতায় সুমা গোস্বামী

লিস্টটা
চেখে দেখতে ইচ্ছে করে অনেক কিছুই,
লিস্টটা অনেক বড়ো।
ঝিঁঝি পোকা ডাকা মাঝরাতে জঙ্গলের আদিমতার গন্ধটা নাকে টেনে মস্তিষ্কের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দিতে চাই।
কু ঝিকঝিক ট্রেনে চেপে গ্রামের পর গ্রাম ছড়িয়ে থাকা সবুজ ধান ক্ষেত,ছোট ছোট পুকুর দু চোখ মেলে দেখতে চাই
বালি চিকচিক মরুভূমির প্রতিকূল পরিস্থিতিতে থাকা সত্ত্বেও কিভাবে রঙিন পোশাকে বেঁচে আছে একদল মানুষ তাদের হাসিটা আমার মনের ফ্রেমে বাঁধিয়ে রাখতে চাই।
পাহাড়ী মানুষের দৈনন্দিন হাড়ভাঙ্গা খাটুনির গল্পটা শুনতে ও দেখতে চাই চোখ-কান দিয়ে
যদি সুযোগ পাই সাগরপাড়ের জেলেবস্তির জাল বোনাটা একবার শিখে নেবো।
হাইওয়ের উপর দিয়ে ছুটে চলা বাসের যাত্রী হয়ে
দেখে নিতে চাই রাস্তায় চলমান মানুষের ব্যস্ততা।
এরকম আরো কতো কিছু দেখবো-শুনবো-শিখবো।
লিস্টটা আমার বেশ বড়ো,
দুই এক কথায় শেষ হয়না।