কবিতায় তপন মন্ডল

বাই সাইকেল

বিলাস বহুল সমাজে বিচরণ করি, নিঃসঙ্গ আজ ভাই!
বহু চাকার ভিড়ে একাকী,
তবুও অস্তিত্ব রক্ষায় করি সংগ্রাম।

গরিবের সঙ্গে বন্ধুত্ব।
রংটংয়ের নেই আদিখ্যেতা।
মেঠো রাস্তায় কুয়াশা মাখা আধ ভেজা মাটির গন্ধ শুঁকি।

ওরা শহরে দূষণ ছড়ায়!
ফুসফুস করে ছিদ্র।
সবুজের দল ধুলায় আচ্ছাদিত হয়ে হারায় রং।

আধুনিক মটরের বাহার।
ওরা রঙিন স্বপ্ন দেখে।
আর আমরা বৃদ্ধাশ্রমের বৃদ্ধ- বৃদ্ধার মত।

প্রাচীনত্মকে বজায় রেখে চলি।
পুরাতনের উপর নতুন প্রলেপ দেওয়ার চেষ্টা চলছে।
জনবহুল শহর আমাদেরকে নিষিদ্ধ করেছে।

প্রচন্ড দুঃখ পাই যখন কর্মে অক্ষম হই।
জঞ্জালের স্তূপে মরণের সন্ধিক্ষণে।
অকেজ শরীরে মাকড়সার জালের আবরন।

ব্যারন কার্ল ড্রাইসের হাতে জন্ম।
ইতিহাস কথা বলে!
গত শতাব্দীতে ছিল না এত দূষণ।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।