কবিতায় অঞ্জন বল

কৃষ্ণকায় অন্ধকার তুলে আনে
ললাটে কেমন দেখো চাঁদ উঠেছে আজ
সকাল থেকেই বরফ জমেছে পাহাড়ের চূড়ায়
বাতাসে সুরেলা– মেঘেদের চিকন সুর,
বড় নিভৃত একা আড়ালে অশ্রুপাত
এই বিষন্নতা…
পশলা বাতাস জমাট বেঁধেছে হৃদয়ের কাছে।
এবার হৃদয়ে বন্যতা আনো
অরণ্যের ঘনঘোর সবুজের আতশে দেখো অন্ধকার পৃথিবীর নিকষ কালো।
উন্মেষের আগে যেমন জরায়ুর ভেদ বমি
ক্রম উত্তরণ…
ককেসাস থেকে মালাবার হয়ে উৎস মানুষ কৃষ্ণকায় অন্ধকার তুলে আনে।
চাঁদ জোৎস্নার নীলাভ উত্তরে হাওয়া
পর্যটক মেঘ
নিরুদ্দেশ বসতির রিক্ততায় নিঃস্ব আজ, বনবাসে লুপ্ত যাযাবর পাল আবাস খুঁজে জলাভূমি, নিষ্ফলা বর্জভূমি শহরের বুকে।
একটি পরিক্রমণ এভাবেই শেষ হয়–
জমানো বরফ গলে যায়,
সোঁতা ধারা নেমে আসে
বন্যতায় অরণ্যের নির্জন খাতে,
নিরন্তর গলনের স্রোত আর
স্পন্দনের শিলা বুকে উৎস মানুষ
কৃষ্ণকায় অন্ধকার তুলে আনে।