ছড়াতে নাজমা খাতুন

হিংসা বিদায়
হিংসা আর হিংসা
চারিদিকটা হিংসা ভরা
হিংসা ছাড়া কেউ কারো নয়
হিংসায় মত্ত তারা
হিংসা পথ হারিয়ে দেয়
হিংসা চলতে শেখায়
পৃথিবীটা হিংসায় ভরা
নকল সব পাগল পারা
হিংসা মোদের জীবন পাল্টায়
হিংসা ক্ষতি চাওয়া
মেয়ে চেনে না বাবা কে
হিংসা আজ বিশ্বভুবন জুড়ে
হিংসা কে করবো জয়
পিছু করবো না পা
যতই বাধা আসুক তবু পিছু হাঁটবো না
হিংসা করা কিছু মানুষের হয়ে গেল এক পেশা
হিংসা করাই ওদের আজ মস্ত একটা নেশা
হিংসা যে পতনের মূল বুঝলো না ওরা
যেন হিংসা ওদের জীবনটা গড়া
কারো ভালো কখনো তারা
দেখতে পারে না চোখে
বুক ফেটে যায় হিংসার জ্বালায়
বলতে পারে না মুখে
ভাইয়ে ভাইয়ে হিংসা জ্বলে
বন্ধুর বেলাও তাই
সাক্ষী রইলো ইতিহাস
ভাইকে ঠকায় ভাই
হিংসা তে তৈরি হয় আজ
সর্বনাশার বীজ
হিংসা করে প্রতি হিংসায় আজ
জ্বলছে নিজ নিজ
হিংসা একটা অগ্নি মুখি
যন্ত্রণা ভীষণ তার
হিংসায় পুড়ে চারিদিকটা আজ
হয়ে যাচ্ছে ছারখার
নরকের কীটের মতো হিংসাও একটা কীট
ভাবতে গিয়ে হয়ে যাচ্ছে অনেকেই আনফিট
হিংসা করা নয়কো ভালো
শান্তি নেই যে তাতে
দিন কাটে শুধু হা-হুতাসে
ঘুম আসে না রাতে
ধ্বংস হোক হিংসার রাজ্য
শান্তি আসুক ফিরে
তবেই একটা সুস্থ সমাজ
গড়বে ধীরে ধীরে।