ক্যাফে কাব্যে শ্রী রাজীব দত্ত

সমাধি
ভাবনাগুলো তেপান্তর ছাড়িয়েছে
তবু আমি যেতে পারিনি ।
ইচ্ছেরা সীমানা ছাড়িয়েছে,
পেরিয়ে গেছে সমস্ত সীমারেখার গণ্ডি
তবুও আমি আমায় বুঝতে দিইনি।
যেটা পাওয়া হলো না
সেটা নয়, না পাওয়াই থেকে যাক।
কি পেলাম, কি পেলাম না,
সত্যি তা নিয়ে আজ আর ভাবি না।
যেটা পেয়েছি সেটা হয়তো মনের মত না,
তবুও সেটা তো ফেলে দিতে পারি না।
ভালোবাসার আসর থেকে শুধু সুখ টুকু তুলে নেব,
এটাও তো হতে পারে না।
মন খারাপের মিছিলে,
তুমিও একদিন সঙ্গী ছিলে,
এটাও আমি ভুলতে পারবো না।
হিসেব-নিকাশ অনেক হলো,
পড়ে রয়েছে অবহেলা, লাঞ্ছনার ছাই।
মন পাখিটাকে ফাঁকি দিয়ে কখন যে চলে যাই।