ক্যাফে কাব্যে সুমিত মোদক

এঁকে চলেছে

গোধূলির আলো মাখতে মাখতে যে কিশোরী

টিলা থেকে নেমে আসছিল  নুড়ি পথ ধরে ,
সে হঠাৎ করে হারিয়ে গেল ;
একের পর এক দাঁড়িয়ে থাকা শাল গাছ
কেমন যেন নীরব হল ;
খসে খসে পড়ল বাকল ;

ভিতর থেকে মরে যাওয়া মানুষকে

কি ভাবে বাঁচাবে !
একটু একটু করে যাদের ভিতরে পচে গেছে
বিবেক , বোধ , মনুষ্যত্ব …
তারাই এখন খুঁজে চলেছে সমুদ্র-ঝড় ;
উড়ন্ত প্রজাপতি যখন এসে বসে
শ্মশানে পড়ে থাকা চিতাকাঠের বুকের উপর ,
ঠিক তখনই কেঁদে ওঠে ভাগের মা ;
যে মা রাতের পর রাত জেগে অপেক্ষা করছে
নিখোঁজ হয়ে যাওয়া সন্তানের জন্য ,
সেই মা এক সময় হয়ে ওঠে মেঘ ;
যে মেঘ থেকে ক্রমাগত বজ্রপাত ,
ঝমঝম ঝমঝম বৃষ্টি হয়ে চলে ;
চাতক পাখি উড়তে উড়তে কোথায় যে চলে যায়
জানে না লাজুক প্রেমিকা , চঞ্চল সদ্য যুবতী ;
অথচ , সমতলের নদী কত সহজে
গতিপথ পরিবর্তন করে নেয়  ;
জন্ম দেয় নতুন জনপথ ;
টিলা, সমতল, নদী, সমুদ্র, জনপথ ও মানুষ
মিলেমিশে একাকার;
সব কিছু নিয়ে শিল্পী এঁকে চলেছে বিমূর্ত এক ছবি ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।