T3 || স্মরণে শহীদ || বিশেষ সংখ্যায় রিনা গিরি

স্বপ্নে…
কদম ফুল, তোমার হলদে রঙের সৌন্দর্যে চোখ টান টান বর্ষা দুপুর…
আকাশের সঙ্গে তোমার ভাব,
প্রকৃতির শোভা তোমার অহংকার !
জানলা খুলে হৃদয় ভরে তোমাকে দেখি…অন্তরে পুষে রাখি এই মরসুমের দৃশ্য কাব্য।
ফুলের প্রাণে বাঁধা তুমি, জীবনের মেলায় আঁকা কলম,
কবিতার আবেগ ছড়িয়ে দিতে প্রিয় কদম ফুলের সঙ্গে ব্যক্তিগত শ্রাবণ গাঁথা,
বৃষ্টির শব্দ গুঞ্জনে ভরা কবিতা অঙ্গন।