T3 || স্মরণে শহীদ || বিশেষ সংখ্যায় দীপায়ন হোসেন

শহিদ স্মরণে
আসামের বরাক সেদিন জেগেছিলো বলেই
তার সবুজ মাঠে ওরা রক্ত ঝরিয়েছিলো
১১ জন বীর ভাষা যোদ্ধা
ওরা যুগে যুগে রক্ত ঝরায়,
স্বপ্নের স্বাদে যেমন
চেতনায় ঝরায় জল।
সেদিন যুদ্ধ মাঠে ছিলো এক বোন
বোনের নামটি ছিলো কমলা
বয়স মাত্রই ষোল,
১৯ মে ১৯৬১ বাংলা ভাষার জন্য
গুলিতে শহিদ হলো।
যুদ্ধ মাঠের সবুজ ঘাস
লাল রক্তে রাঙা হলো,
সবুজ ঘাসে রক্ত জমাট বাঁধার আগেই
বাংলা ভাষা পেল ঠাঁই সেদিন
দশ ভাই আর এক বোনের
তাজা রক্তে ভিজেছিলো যেদিন মাটি।
শিলচরের সেই রেল স্টেশনে
শহিদ বেদীটি এখন দাঁড়িয়ে আছে,
মনের ভেতর আজও ঢেউ বয়ে যায়
বরাকের বুকের মাঝে।
ফেব্রুয়ারির একুশ তারিখ
বিশ্ববাসি মননে মগজে করে লালন
সেই মর্যাদায় ১৯ মে,
বাংলায় আজও হয় না পালন।
মননে মগজে আজকে যদি
বাংলা ভাষা নেমে আসে,
সেই ম্রোতে খুঁজে নেব বিজয়
১৯ মে ১৯৬১।
তোমাদের ঋন শোধ হবার নয়
ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা
লাল সালাম।