T3 || স্মরণে শহীদ || বিশেষ সংখ্যায় মন্দিরা ঘোষ

ভাষা আমার
এ আকাশ কি জানে উদ্বাস্তুর রং!
জানে ভাষার পরবাস!
টুপ টুপ ঝরে পরা ফুলের অন্তিমে
বরাকের মৌন অশ্রুকথা মিছিলমাত্র নয়
গুলিবিদ্ধ চোখের অতল থেকে
ফোঁটা ফোঁটা রক্তের খুশবুর সঙ্গে
সেদিন ছড়িয়ে পড়ে
বাংলা ভাষার জেদ আর অহংকার
কিশোরী কমলার নিথর শরীর ছুঁয়ে
উনিশে মে প্রমাণ করে
ভাষার অধিকারের মতো
বুলেটের অধিকারেও
নারী-পুরুষ সমান সমান