গারো পাহাড়ের গদ্যে ড. এস এম শাহনূর

লেবানন ভ্রমণের টুকরো গল্প

“মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই;
কবর থেকে আমি যেন মুয়াজ্জিনের আজান শুনতে পাই।” (কাজী নজরুল ইসলাম)
অথবা,
“কে ঐ শোনালো মোরে আজানের ধ্বনি;

আমিতো পাগল হয়ে সে মধুর তানে,
কি যে এক আকর্ষণে ছুটে যাই মুগ্ধমনে;
কী নিশিতে,কী দিবসে মসজিদের পানে।”
মহা কবি কায়কোবাদের মত আমারও ইচ্ছে করে মসজিদে ছুটে যাই।কারণ,মসজিদ গুলো হচ্ছে পৃথিবীতে আল্লাহ প্রদত্ত বেহেস্ত খানা। যেখানে প্রবেশ করলে নিজেকে পবিত্র মনে হয়। যেখানে গেলে শান্তি পাওয়া যায়। যেখানে কোরান ও সুন্নাহ মোতাবেক কাজ করা হয়, কথা বলা হয়। তারই নাম কি মসজিদ নয়?
★মহান অাল্লাহ পাক মুসলিম বিশ্বসহ কিছু বিধর্মী রাষ্ট্রের বেশ কিছু বিখ্যাত মসজিদ দেখার ও সেগুলোতে নামাজ পড়ার তৌফিক প্রদান করেছেন।তার মধ্যে কয়েক হাজার বছরের পুরনো তুরস্কের মসজিদে নবী দানিয়েল(আ.) উল্লেখ যোগ্য। তাই করুণাময়ের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।
★ধর্মীয় মূল্যবোধের কথা যদি বলি তবে বলবো -ভারতবর্ষ, আমার দেখা আরব ও অনারব বিশ্ব এবং ইউরোপের দেশ গুলোতেও সকল মুসলমানরা খুবই ধর্মভীরু। একজন অপর মুসলমানের প্রতি আন্তরিক ও সৌহার্দপূর্ণ সালাম বিনিময় করে থাকেন।
★মসজিদ গুলোকে ধর্মীয় অনুভূতির মোড়কে বেঁধে রাখতে সকল মুসলিম(সুন্নি /শিয়া)সম্প্রদায় বদ্বপরিকর।
★নামাজের জন্য পাঞ্জাবি-পাজামা কিংবা আলহাল্লাই মুখ্য নয়। বরং কঠিন বাস্তবতার এ দুনিয়াতে যে কোনো পোশাকে নামাজ আদায় করাই ফরজ এবং দেশে দেশে আমার নজরে তাহাই পরিলক্ষিত হয়েছে।
★অধিকাংশ দেশেই একই মসজিদে এবং একই ইমাম সাহেবের পিছনে মহিলাদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা রয়েছে। ইমানী শক্তিতে বলীয়ান হয়েও যে মুসলিম নারীকে সামাজিকতার কারণে সংক্ষিপ্ত পোশাক পরতে হয়, তাদের জন্য মসজিদ গুলোতে সাজানো রয়েছে বোরকা। আল্লাহ ভীরু সেইসব মুসলিম নারীগণ আজানের শব্দ শুনে মসজিদে এসে ইসলামী বোরকা পরিধান করে নামাজ আদায় করেন। অতঃপর বোরকা রেখে,তার সমাজ স্বীকৃত সংক্ষিপ্ত পোশাকে আবার নিজ কর্তব্যে চলে যান। সেই সকল নারীদের জন্য স্রষ্টার নিকট মঙ্গল কামনা করছি।এর মধ্যে লেবাননের জাতীয় মসজিদ রফিক হারিরি অন্যতম।
★এ পর্যন্ত লেবাননের রাজধানী বৈরূতের জাতীয় মসজিদ রফিক হারিরি(আল আমীন মসজিদ), মসজিদুল ওমরী (রা.), মসজিদুল আবু বাকার (রা.), মসজিদুল আব্দুল মাজিদ, মসজিদুল আমীর মুনজের প্রভৃতি ঐতিহাসিক ও নান্দনিক শিল্পমন্ডিত- বিলাস বহুল মসজিদ গুলোতে একাধিকবার নামাজ পড়ার সৌভাগ্য আল্লাহপাক দান করেছেন।
★হে অাল্লাহ কিয়ামতের কঠিন বিপদের দিনে আমার/আমাদের জন্য আপনার ঘর এ মসজিদ গুলোতে ইবাদতের বিনিময় দান করিবেন। আমিন।
★VP-Amir Monzer Mosque.
Behind of Leban Parliament Building

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।