কাব্যানুশীলনে মলয় সরকার
মধ্যরাত্রিকে বুকে চেপে
মধ্যরাত্রিকে বুকে চেপে
আলো জ্বালি দু চোখে,
ভেসে চলি নোঙর খোলা নৌকায়,
আগ্নেয়গিরির বুক চাপা আগুনের মত
গনগনিয়ে ওঠে ছড়ানো শিকড়-
মাঝে মাঝে আর্তনাদ শুনি।
ছটফটিয়ে ওঠে
সদ্যকাটা ছাগলের ধড়ের মত।
আমি হাঁ করে তাকিয়ে থাকি
আকাশভাঙা বৃষ্টির
প্রতিটি ফোঁটার দিকে,
চরণামৃতের মত শান্ত করা বৃষ্টির–