ক্যাফে কাব্যে সুজিত চট্টোপাধ্যায়

কালের সারথী
যদি আবার কখনো কোনোদিন
একাকীত্ব তোমায় সময় অসময়ে করে গ্রাস;
তোমার মনের চন্দ্রগ্রহণ যদি হয়,
আমায় মনে কোরো নির্দ্বিধায়,
থাকবো তোমার আশেপাশে
আবার আগেরই মতো,
গোলাপী শুভেচ্ছা নিয়ে একরাশ;
একেবারেই নিঃশর্ত , দ্বিধাহীন।
শুধু অনুরোধ থাকবে সেদিন..
মনের জানালা কপাট এসো খুলে ,
মনের ঘর যেন থাকে
সম্পূর্ণ তকতকে,মালিন্যহীন।
ভুলেও যেয়ো না ভুলে
আমিও মানুষ,
আমারও আছে কিছু দোষ, কিছু ত্রুটিবিচ্যুতি ।
যদিও সেসব তেমন উল্লেখযোগ্য কিছু নয়;
মলিন অন্ধকার মনের ঘরে প্রবেশে
আমার বড়ো ভয়,
শ্বাস বন্ধ হয়ে আসে।
যদি সম্ভব না হয়, তাতেও নেই কোনো ক্ষতি।
দুরভাসে দেবো বরাভয়,
দেবো উপহার অনন্ত সময় ।
আমিই সেই আদি ও অকৃত্রিম ” কালের সারথী “।