কবিতায় মীনাক্ষী লায়েক
হিসেব
ভোরবেলা হতে হাটে বসে আছি
কে কত দরিদ্র দেখবো বলে
বাবু আর মেছুনির এক টাকার বচসা
পাকা মাছ, থলি নিয়ে বাবু গেছে চলে।
কে কত দরিদ্র? মাথা বলে মেছুনি
মন বলে নয়, এক টাকা লোকসান
যাক গে, হাসিমুখে দোক্তার পিচ ফেলে
আঁশবটি ধুয়ে ঘরে ঘুম দেবে সটান।
বাবুর তো জো নেই ছুট ছুট
দপ্তরে তার বাবু, ঘরে তার বিবি
নাকের সামনে সময় দোলে পরাধীন
হতদরিদ্র বাবুটিকে ঘরে নিয়ে যাবি?