রাই সিরিজের কবিতায় সুব্রত ভট্টাচার্য (ঋক তান)

শুধু তোমার জন্য
তোমার মন খারাপ বলে
আকাশের তারাগুলো আর মিটিমিটি হাসেনা,
পূর্ণিমার চাঁদ মেঘের আড়ালে লুকিয়েছে… জোছনা বিলায়না।
তুমি আসবে না বলে নিস্তব্ধ রাতে ঝিঁঝিঁপোকা আর আর আলো দেয় না,
তুমি অবগাহন করবে না বলে পাহাড়ি ঝর্ণার কলধ্বনি ঝনঝন করেনা।
তুমি দেখবে না বলে আবীর রাঙা গোধুলীতে রংধনু উঠেনা,
তোমার উদাসি মন এখন তাই রাখালের বাঁশিতে আনন্দের সুর বাজেনা।
তোমার বেনীতে গুঁজবে না বলে
বেলী, গোলাপ,গন্ধ, রাধা, সুভাস ছড়ায় না।
তুমি যাওনা বলে নদীটির পাড়ে
খেয়াঘাটের মাঝি” ভাটিয়ালি গান আর গায়না,
তোমার ভালো লাগছে না বলে কৃষ্ণচুড়ার ডালে কপোত-কপোতী বসেনা।
তুমি নেই বলে উত্তাল সমুদ্রের ঢেউ, আছড়ে পড়েনা।
তুমি নেই বলে পদ্ম পুকুরে শাপলা ফুল ফুটেনা।
তুমি নেই বলে নিঃসঙ্গ তৃষিত জীবন, আশার স্বপ্ন দেখেনা।
আমার শুন্য ঘরে সন্ধ্যা প্রদীপ জ্বলেনা।
তোমার মধ্য রাত্রির চোখের জলের শব্দে নির্ঘুম প্রহর কাটে, দুচোখে ঘুম আসেনা।
তোমার কন্ঠ স্তব্ধ বলে আমার কবিতার ছন্দ আসে না।
তোমার বিরহে আবেগ মাখা প্রেমের কবিতা ছন্দ খুঁজে পায়না।
তুমি নেই বলে ভালোবাসা কেঁদে মরে নেই কোনো শান্তনা।
পৃথিবী ধোঁয়াশা ঘেরা সূর্য উঠেনা।
আজও তুমি আমার মনের মানুষ,
কবিতা লিখে খুঁজি তোমার দুটি চোখের ভাষার আমার কলম বেয়ে
তুমি নেই বলে স্বপ্ন গুলো ভেঙে টুকরো হলেও
যেদিন তুমি আবার আসবে
সেদিন আবার স্বপ্ন গুলো সাজিয়ে নেবো।
সেদিন তুমি বলো
এসো মাতাল হাওয়ার মতো,
আমার এলোচুলে ; শাড়ির আঁচলে
উড়ুক, এলোমেলো বাতাসে অবিরত,
মুড়ে দাও সমুদ্রের ফেনিল ঢেউয়ের মতো।