সম্পাদকীয়

মে-দিন পূজিত জনতার দরবারে
মে মাসের প্রথম টেক টাচ টক সাহিত্য জোন প্রকাশিত হতে চলেছে। একদিকে উত্তপ্ত ধরনীতে মৃদুমন্দ বাতাসের পরিবর্তে বইছে লু… গরম উপেক্ষা করেও ক্ষেতে কাজ করে কৃষক। পেরিয়ে এলাম মে দিবস… আজ শ্রমজীবী মানুষদের জন্য কাঠখোট্টা গদ্য ছেড়ে পদ্যে লিখি সম্পাদকীয়:
প্রযুক্তি যতই দূরকে করেছে নিকট
এক চুটকিতে বার্তা পৌঁছয় ঘরে
সারা বিশ্বকে এনেছে হাতের মুঠোয়
তবুও মে দিন পূজিত জনতার দরবারে।
আইভান বা ফজল মিঞা দুজনেই
ধরেছে পাওয়ার ট্রিলার, লাঙল ছেড়ে
প্রযুক্তি তাদের শ্রমকে করেছে লঘু
তবুও মে দিন পূজিত জনতার দরবারে।
জন হেনরি বা বলরামকে দিয়েছে
ড্রিল ও রোবট, গাইতি-হাতুড়ি কেড়ে
সূ্ক্ষ্ম কাজে এসেছে উৎকর্ষ আজ
তবুও মে দিন পূজিত জনতার দরবারে।
অটোমেটিক যুগের আজ জয়গান
তবুও ম্যানুয়াল ফিরে আসে বারেবারে
যন্ত্রের গোলযোগ সারায় মানবশ্রম
তাই মে দিন পূজিত জনতার দরবারে।
উন্নত থেকে উন্নততর হয়েছে বিশ্ব আজ
লক্ষ মানুষের অবিরাম শ্রম ব্যবহারে
নতুন দিনেও তাঁদের স্মরি আজ
আজও মে দিন পূজিত জনতার দরবারে।
মানুষ তুমি ভুলে যেও না শ্রম
দাওগো আজ ছুটি যন্ত্রমানবেরে
আজকে না হয় আবার ফেরাও সেদিন
মে দিন সতত পূজিত জনতার দরবারে।
সায়ন্তন ধর