কবিতায় শুভাশিস সাহু

তোমার শরীরের অন্ধকারে
রূস্মিতা তোমাকে আমি আজও
ভালোবাসি এই অন্ধকারে।
আমি এখনও এক জীবন্ত শব,
আমি এই রাত্রির চারিদিকে ঘুরছি।
তুমি সেই কবে চলে গেলে
একা একা,
আমি এই আকাশকে প্রশ্ন করি;
তোমার উত্তর তারা দেয় না।
তুমি হয়তো চলে গেছ
সেই রাত্রির গভীরে,
মায়াবী অন্ধকারে;
রাত্রি যতদূর যায়
ততদূর তোমার শরীর যায় রূস্মিতা।
রূস্মিতা তোমার রূপ
মিশে যায় না এই অতল
গভীর অন্ধকারে, তোমার স্বপ্নে বিভোর
আমি, তোমার প্রেমের অন্ধকারে
আমার শরীর।
আমি রাত্রির শরীরে
তোমার শীতলতাকে করেছি
অনুভব।
তবু জানি রাত্রি যতদূর যায়
ততদূর তোমার শরীর;
আমার শরীর আজও
তোমার শরীরের অন্ধকারে।