কবিতায় মধুমিতা ধর

সাঁকো
পারাপারের সাঁকোটা দুলতেই থাকে——-
চির প্রাচীন সেই আসা-যাওয়ার গল্পটা হঠাৎ
মনের অতলে শিকড় গেড়ে বসে।
যখন সিঁদুরের লাল টিপখানা
গলে গলে মিশে যায় নদীর জলে
আর ইমনের টুং টাং বেজে ওঠে মনোবীণায়।
ঝুপ করে সব রঙ শুষে নেয় আঁধার।
শুধু মাঝে মাঝে বিভ্রান্ত করে দেয় গুটি কয়েক জোনাকি।
বিধবার সিঁথির মত সাদাটে জোৎস্না আধিপত্য করে সারারাত জুড়ে।
অনন্ত আলোর স্নিগ্ধতা কেমন যেন বিবশ করে দেয়—
আঁধার ভেবে ভুল করা এই অনির্বাণ আলোক ধারাকেই তো আমরা খুঁজে চলি।
সব আড়াল নিমেষে উধাও হয়ে বেরিয়ে আসে চিরন্তন সত্য।
ততক্ষণে বিমূর্ত তারারা অব্যক্ত আখরে লিখে ফেলে
হিসেবের খতিয়ান।