কবিতায় বলরুমে নীল মিত্র

যাওয়ার সময় হলো
এখনও হয়নি কালো সন্ধ্যা নাকি!
বেলা এখনও কিছু আছে বাকি।
যেতে হবে ফেলে এখানেই সব-ই,
সময়কে দিতে পারবে না কেউ ফাঁকি।
যে যাওয়ার চলে গেছে নিজের পথে,
আমাকে কেউ নিয়ে গেল না সাথে।
ঐ নীল আকাশ ডাকছে বারেবারে,
আমাকে একলা চলে যেতে হবে এবারে।
যারা আগলে রেখেছিল আদরে স্নেহে,
তারাও আটকে ছিল নিছক মায়ার মোহে।
তাদের বেলা শেষে সব মোহ কাটিয়ে,
পাড়ি দিল অজানা সেই পথে নীলে ভাসিয়ে।
ঐ দূরে সেই চেনা তবুও অচেনা পাখিটা ডাকছে,
আজ কেমন যেন আওয়াজটা কর্কশ শোনাচ্ছে।
তাহলে কি বেলা শেষের দামামা-টা বাজছে?
আমার ও কি তবে যাওয়ার সময় হয়ে এসেছে!
এই চিরন্তন যাওয়া আসার বিরতির মাঝে,
কিছু এমন করতে হবে যেটা থেকে যাবে।
এই জন্মের নাম টাকে রেখে যেতে হবে পিছে,
তাই জুড়ে থাকলে চলবে না মোহের কবলে মিছে।
পৃথিবীর বুকে দাগ কেটে যাওয়ার ইচ্ছেতে,
খাতা কলমটা একবার তুলে নিলাম হাতে।
মনের কথাগুলো লিখে রাখব সাদা পাতাতে,
পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাব সত্য কবিতাতে।