কবিতায় তপন মন্ডল

কবিতা ও কবি
কাব্য রসে ডুবে
প্রকৃতির মাঝে বসে কল্পনা আর বুদ্ধিমত্তায়
জীবনের নানা রঙিন ছবি আঁকি।
কাব্য মধুতে ডুবে
দিন-রাত একাকী
স্বপ্নের মায়া জালে মনোসুখ মেটাই।
ভাব জগতের সীমানায়
পাহারা দেই অবিরত
মধুর আবেগী ভাবনায় ফেলি হারিয়ে বাস্তব।
প্রজাপতির সঙ্গে বন্ধুত্ব
চুপিসাড়ে কর্ণকুহরে
বলে যায় এসো ডানা ওড়াই মৃদু বাতাসে।
সবুজ বিছানায় বসে
নীল আকাশের মাঝে
মৃদু স্বরে শুনি হাজার তারার সুখ দুঃখের গল্প গাঁথা ।
মৌমাছি মধু খোঁজে
তেমন কবি খোঁজে কাব্য রসদ
কল্পনার সঙ্গে অলংকার মিশিয়ে নব সৃষ্টিতে মেতে।
উদাসী মনের কলমে
শব্দের ভাঙ্গা গড়া
প্রতিবাদের ভাষাতেই শুদ্ধ সমাজের বার্তা পাঠায়।
সমাজের কাছে বঞ্চিত
লোকে বলে ভাবুক পাগল
নিন্দুকের কথায় কান না দিয়ে কবি থাকে কাব্য নিয়ে।