কাব্যানুশীলনে সুকৃতি সিকদার
ট্রাজিক দেবতা
এর থেকে বড়ো ট্রাজেডি কী হতে পারে,
ভাঙ্গা এক প্লেটের উপরে
রাখা আছে হৃদয়ের ভোগ আর
দেবতা জেগেছে সব অপমান ভুলে!
সেথায় অলিন্দ জ্ঞান নেই
এবং নিলয় জ্ঞানও,
নীলাভ রক্তের ধূয়ে যাওয়া বোধ নেই,
শুধু এক বয়ে যাওয়া
ধমনীতন্ত্রের মতো…
জেদি লৌহ ফল সব জানে,
হঠাৎ ফিনকি দিয়ে উঠতেই
বাইরে বেরিয়ে পড়ে প্রেম।
আমি বাজি, আমার সমস্ত কিছু বাজে।
শঙ্খের উলঙ্গ সুর
বাঁশিকে ধ্বনিত করে ঢেউয়ে।
ট্রাজিক দেবতা জানে সব
এইসব অসহায় নদী
যতো বেশি চুপচাপ, ততো
বালির রচনা লিখে আসে।