কবিতায় বলরুমে স্মরজিৎ দত্ত

ভালো থেকো চৈতি
চৈতি ভালো থেকো তুমি
মিষ্টি মধুর বাতাসের সাথে।
পলাশ রাঙ্গা প্রকৃতির সাথে
মালতীর গন্ধ ভাসে।
চৈতি তুমি রেখে গেলে, যে ভালোবাসা
অনাবিল আনন্দের মাঝে।
হৃদয় কাননে তোমার থাকার অনুভূতি,
আমি একটা বছর রাখবো ধরে;
আমার হৃদয় কানন মাঝে।
শেষের বেলায় চৈতি,
রুদ্র পলাশ, স্বর্ণ শিমুল, ক্যামেলিয়া,
তাদের ছোঁয়ায় দুটি মাস-
আমার হৃদয় কানন ছিল মাতিয়া।
গ্রীষ্মের দাবদাহে যখন হব উতলা;
আমার দক্ষিণ বাতায়ন খুলে।
তোমায় করব ক্ষণিক স্বরণ,
ছিলে তুমি দুই মাস-
তবু ও তুমি আজও আছো হৃদয় জুড়ে।
আমার নিঃশ্বাসে, আমার প্রশ্বাসে,
তুমি আছো তুমি থাকবে।
তোমার অবয়ব তোমার ভাবনা;
তোমার অনুভূতি, তোমার মিঠেল ছোঁয়া,
আমার একটি বছর কাটাতে-
তুমি থাকবে রসদ হয়ে।
চৈতি জানি তোমায় যেতে হবেই
তবে ক্ষণিকের তরে।
ক্যালেন্ডারের পাতায় দাগাবো প্রতিদিন
তোমায় ফিরে পাবার আশার ক্ষণে,
তাতেই দিন হবে শেষ;
তোমায় আবার ফিরে পাব কাছে।