কবিতায় অরণ্যানী

পথ চলা
কোথায় চলেছ? অনেক দূরে।
কতদূর? সে তো নেই জানা।
আমায় কি তুমি সঙ্গে নেবে?
হাতটা ধরো, পথটা বড়ো।
দুটি মানুষের চলা শুরু হলো।
দীর্ঘ সে পথ। সামনে পাহাড়, সমুদ্র, নদী – – –
ক্লান্তি নামে পথের মাঝে।
ক্লান্ত চরণ বিশ্রাম চায়।
জিজ্ঞাসা করে, “আর কত দূরে যেতে হবে,
তবে পৌঁছনো যাবে?” যায় নাকো বলা।
অনেক বাধা যে পার হতে হবে।
তারপর কী, নেই যে জানা।
অনেকটা পথ একসাথে মোরা
এলেম সঙ্গী হয়ে।
আর যদি যেতে নাইবা পারো,
মনে রেখো মোরে।
আমার এ মন, আমার জীবন
রেখে যাব আমি তোমারই তরে।
মনে রেখো মোরে।
মৃত্যুকে আমি পিছে ফেলে রেখে
দূর থেকে বহু দূর যাব চলে।
তোমার জন্য থামতেই পারি,
আমার সঙ্গে তুমিও চলো না।