কবিতায় চিরঞ্জীব হালদার

ভুল ইচ্ছে গুলো
ভুল করলে দু চার গাট্টা
দেবেন দিদিমনি
রান না পেলে সাইড লাইনে
বসে থাকেন ধনি।
বুড়োর বুড়ো মাছের মুড়ো
এত ই যদি নোলা
উপুড় চুপুর শূন্য পুকুর
দেখাও তোমার ঝোলা।
বিদ্যে শুধু বোঝাই করা
ধনের দেখা কই
বাইরে বসো পেতে চ্যাটাই
হর্স্ব ই দীর্ঘ ঈ।
বেগার খাটে কে কার ঘরে
খাঁচায় পাগল সিংহ
সার্কাসেতে কাজ না পেয়ে
ভিক্ষে করে ঞ।
দই খেতে চাস মধ্য রাতে
চল না নবদ্দীপ
ইচ্ছে হলে ফেলতে পারিস
মাঝ সমুদ্রে ছিপ।