কবিতায় মৌসুমী মুখার্জী

ব্যতীত
তোমাকে ছাড়া বা বিহনে কোনো উৎসব মুখরিত নয়,
তুমি যে… সব রঙই নিয়ে গেছো,
আমি যতই নকল রঙে সাজি না কেনো!!!
সব ফ্যাকাসে বেরঙিন।
যতই তোমার অভাবী আঁচে পুড়ছি,
ততই বাঁচার স্পৃহা কমে যাচ্ছে।
জীবন দোলাচলে বেসুরে চলে,
বাঁচার স্পৃহা বাড়ন্ত তবুও কিছু কিছু ভালোলাগায় অদম্য, কিন্তু দিলে তো!!!
দড়ির খেলায় বারবার হারতে হারতে একসময় জিৎ অনিবার্য।
ঘরকুনো মন, অলস মস্তিষ্কে বাসা বাঁধে ছারপোকা,
মাকড়সার জালে বিপর্যস্ত মন, বুঝতে নারে ঊর্ণনাভের মানে।
স্তম্ভিত পঙ্গু হয়ে বসে আছি ঘরের কোণে, মুঠোফোনে লিখছি অনুভূতি,
লোভ বেড়ে চলেছে মসি মাখা শব্দের…..,
ভোকাট্টা ঘুড়ির লাটাইয়ের সুতো গোটানোর দায় থাকে না।
কুয়াশায় ফেরি চলাচল বন্ধ, হৃদয়ের নাব্যতা ক্রমশঃ কমছে,
এতো আমার কাম্য নয়, তুমি তো জানো,
ফিনিক্স পাখির ডানায় ঝলসানো মুহূর্ত,
দহনে ঝলসে শুদ্ধ হচ্ছি প্রতিনিয়ত।
নীরবতায় যুঝে যাই জীবন যুদ্ধ, অভিনয় জীবনের রঙ্গমঞ্চে,
ভালো থাকার, ভালোবাসার,
ফসিল হয়ে জ্বলে যাক আগুন পাখির ব্যর্থ ইতিহাস,
তবুও কী বুঝবে না মুসাফির প্রেমের এপিটাফের মানে!!