T3 || দোল পূর্ণিমা || সংখ্যায় লিখেছেন অঞ্জলি দেনন্দী, মম

জলে খেলি হোলি
ভারত মহা সাগরের জলে।
উন্মুক্ত আকাশ তলে।
আমরা ঢেউয়ে দুলে দুলে দুলে,
জলে ভেসে ভেসে খেলি হোলি, দিল খুলে।
মহা সাগর জল রঙিন হলে,
বসন্তের প্রেমের স্পর্শ পেলে,
আমি আমার হৃদয়খানি দিনু মেলে।
তুমি আমি দোঁহে এক হনু সেই পলে।
ভালবাসা দেওয়া নেওয়া চলে,
মুখ কিছুই না বলে।
চিরতরে একে হলুম অন্যের, রং ঢেলে দোলে।