T3 || দোল পূর্ণিমা || সংখ্যায় লিখেছেন মহুয়া দাস

বসন্ত দিনে
কি আর
জেগে রবে
এ বসন্ত সেবারেরই মতো
মনে মনে খেলা যত
কি আর পৃথক গান গায়?
কি আর
বেঁধেছি কথা
তরুমূলে যত ফিসফিস কথা
গান এঁকে চলে এখনও
কি আর দায় বলো তার?
কি আর
দেখেছি সেদিন
আজও খোয়াই আলো করে
চাঁদের আলো খেলা করে
কি আর বলা যায় বলো?
কি আর
রঙীন গুলাল
বাতাসে বাতাসে ওড়ে, সে
দাঁড়িয়ে আছে আজও কাছেই
কি আর ভুলেছি বলো?