T3 || কবিতা দিবস || বিশেষ সংখ্যায় নবকুমার মাইতি

সময় পতনের ছবি
লাবণ্যলতা, বিশ্বাস করো
ভুলে থাকতে চেয়েও তোমাকে ভুলতে পারিনা
সুতীব্র হৃদয় ব্যথায় আর্তনাদ করে উঠি
মাঝেমধ্যে মনে হয়, এই ভালো
নিরন্ধ্র অন্ধকারে প্রয়োজন একটু আলো
একটি বিশ্বস্ত হাতের কোমল পরশ
মনে পড়ে একটি রমণীয় সন্ধ্যা
রাত পাখির প্রেমালাপ, ক্ষণিকের বিভ্রম
বর্ণময় সৃজনের অনাঘ্রাত উপাখ্যান
পৃথিবীরও আয়ু ক্রমশ ক্ষীন- ক্ষীনতর…….
আসলে বড্ড বেশি দেরি হয়ে যায়, ব্যর্থ অভিসার
প্রেমের বাগানে জল ঢালতে গিয়ে
প্রকৃতির রাজ্যে বসন্ত ফুরিয়ে যায় অজান্তে
যদিও হৃদয় উদ্যানে চিরবসন্ত
যদি সে আহ্বান না হয় আটপৌরে
আধুনিকতার ঘেরাটোপে মানুষ কত কিছুইনা করে
নির্মান, বিনির্মাণ স্তব ও সম্মোহন
তবুও আক্ষেপ থেকে যায়, জীবন খাতার পাতায় কবিতায়,
হিসাব মেলেনা কিছুতেই
অনিঃশেষ সময় পতনের ছবি
মোচড় দিয়ে যায় ভগ্ন হৃদয়ে
অদূরে হিজল পাতায় কাঁপন লাগে…