T3 || কবিতা দিবস || বিশেষ সংখ্যায় ছন্দা দাম

করো অঙ্গীকার
শোনো শোনো নারী…
তোমার এগিয়ে যাওয়াটাই দরকারী,
থেমে থাকাটাই হার, পিছুটান এন্তার,
আসুক যত সুনামী, যত ঝড় বিনাশকারী,
আসবে যত বাধা, তোমার সুর সাধা…
উদয়ের পথে তোমার পুনরুত্থান,
হোকনা অজানা টানেল, জীবনের ফানেল…
সদা বিক্রিয়াশীল, তুমি গড়ো ব্যবধান।
শোনো শোনো নারী…
সবাই দেবে আড়ি, গুটাবে দেখো পাততাড়ি,
আপনেরা পাতাবে ফাঁদ, হানবে সংঘাত।
জঠরে ধর তুমি ধরার প্রাণ কল্যানকারী,
ধ্বংসের অশনি সংকেত করবে হুঙ্কারে বরবাদ।।
পিছিয়ে পড়া বারণ, হোক না যতই কারণ,
আগুনের সাথে খেলো তুমি অগ্নিস্নাতা,
জয়ে সব সাথে রবে, হারেতে সরে যাবে…
নিজেই লেখো না নিজের বিজয়গাথা।
বলো আমিই নারী, অসম শক্তিধারী,
ধুলো থেকে বজ্র সব আমার অধীন,
ভেঙে পড়েছে বুক, নিভে যাচ্ছে আলোক,
সবই ক্ষণস্থায়ী, বুঝি কয়েক ঘণ্টা কিছু দিন।