T3 || কবিতা দিবস || বিশেষ সংখ্যায় কৌশিকী ঘোষাল

একটা গল্প শুনবে?
একটা মেয়ের গল্প শুনবে
যে মেয়েটা তথাকথিত কুঁচবরণা নয়
মেঘ বরণ চুলের বাহারও তার নেই।
কিন্তু তার মনে আছে
অসীম শক্তি,
আর বুকে আছে
এক সমুদ্র ভালোবাসা।।
মেয়েটা অসামান্য,
অভূতপূর্ব, অনন্যসাধারণ
এসব আখ্যায় ভূষিত হয়নি কোনোদিন
তবু তার চোখ জুড়ে ছিলো
অসীমের স্বপ্ন।।
তার সব স্বপ্নের
আশি ভাগই অপূর্ণতার সীমা ছুঁয়েছে
কিন্তু তার ছাপোষা জীবনের
সীমিত ক্ষমতায় প্রাত্যহিকতার
ভার বইতে বইতে
স্বপ্নগুলোকে সে হারিয়ে যেতে দেয়নি।।
এই অসীম অনন্ত
স্বপ্নগুলো সে বয়ে
বেড়িয়েছে তার গন্ডি কাটা
জীবন জুড়ে।।
বিশ্বাস কর
এই বয়ে চলা স্বপ্নগুলো
সকলের অজান্তেই মেয়েটাকে
করেছে অনন্যা।।
যে অনন্যার অপূর্ণ
গল্পের শব্দগুলো
একদিন ছড়িয়ে যাবে
আকাশগঙ্গার কুল ঘেঁষে
অসীমের যাত্রায়।।