T3 || কবিতা দিবস || বিশেষ সংখ্যায় কৃষ্ণেন্দু তন্তুবায়

মহাশূন্যের অন্ধকার
বসন্ত বাতাস কুড়োতে গিয়ে
যে ফুলের ফোটা হলো না আর
তাকে কোন সম্পর্কে পাতাবে সই
আঁকাবাঁকা মানচিত্রের পাথর
জানতো না গাছ—
মালি যদি না হয় ফুল
পোকায় কাটা বৃন্ত যদি
তবে জন্মগত জোনাকি -জ্যোৎস্নায় বলা
কি যায় —
তুই চুল অন্ধকার মাথার
আমিই গোলাপ -ঈশ্বর
পৃথিবীর সমস্ত না- ফোটা ফুলেরা জানে
পাপড়িতে পাপড়িতে কতটা মহাশূন্যের অন্ধকার লেগে আছে।
তুমি জানলে বৃষ্টি হতো পাথর।