T3 || কবিতা দিবস || বিশেষ সংখ্যায় অনিন্দ্য পাল

এখন অসময়
এখনও পৌঁছায়নি গ্রীষ্ম পুরোপুরি
বর্ষা যেটুকু এসেছে লুকিয়ে
পথ বদল করে
মেঘের ক্লিভেজ নালি বেয়ে নেমে আসছে
সুগন্ধি বাস্পসুখ…
চোখের দেবতা অভিশাপ দেয়
রক্তের মসলিনে ঢাকা পড়ে
লোভ-কাম
তবু ঠোঁটের সিঁড়ি বেয়ে উঠতে থাকে
ভেজা বিশ্বাস …
আত্মরতি অমর হয় না কখনও
পোড়া বীজতলায় যখন শেষ হয়
কান্নার কার্নিভাল
পশ্চিমি পাখিরা গেঁথে দেয় ঠোঁট
পৃথিবীর যোনিতে …
মাটির গলা টিপে আকাশ ছুঁতে চায়
অপাচ্য বস্তিসুখ জমিয়ে রাখে
সময়ের সিন্দুকে
দহন-বাসরের ফুল শুকোলে লজ্জাও চৌচির হয়
পরিচ্ছন্ন কাকের বাসায় …