T3 || কবিতা দিবস || বিশেষ সংখ্যায় দেবারতি গুহ সামন্ত

কবিতানন্দম
মৃত্যুর পরও বয়ে চলে কবিতা,
থাকে না কবির ফিজিক্যাল এ্যপিয়ারেন্স,
শুধু থেকে যায় তার রচনা করা কবিতা,
আর থেকে যায় কবিতার সৌরভ,
থেকে যায় একরাশ সৃষ্টির মাতাল করা সুবাস।
মৃত্যুর পরও বয়ে চলে কবিতা,
নেশার মতো,প্রতিটি শিরায়,প্রত্যেকটা ধমনীতে,
ধীরগতিতে,যেখানে নেই কোন রেষারেষি,
আছে শুধু অনুভব,পার্সোনাল ফিলিংস,
একান্তই ব্যক্তিগত,রস ছেঁকে নেওয়ার অনুভূতি।
মৃত্যুর পরও বয়ে চলে কবিতা,
সারা শরীরে কবিতার রেসিডুয়াল,
ঠিক শিবের গায়ের ভষ্মের মতো,
নদীর জলে যখন অস্থি বিসর্জন হয়,
মন্দিরে ঘন্টা বেজে ওঠে,ঢং ঢং,কবিতার আগমনে।।