কবিতায় পদ্মা-যমুনা তে আবদুল বাতেন

অন্য রকম
সে একটু অন্য রকম! সোফায়
দু’পা তুলে বসা মেয়ে। চুয়িংগামের মতো
পুরুষকে চিবাতে পারা, মেয়ে।
সে যেমন রাঁধতে জানে, চুলও বাঁধতে জানে
বাঁকা উঠানেও সে নাচতে জানে।
ব্যাটে বলে মিলে না- গেলেও
চার- ছক্কা সে হাঁকাতে পারে। চোতরা পাতা
ডাঁশ মাছি লেলিয়ে না দিলেও
যে কাউকে মেয়েটি নাচাতে জানে। সে
একটু অন্য রকম। সে
মুখের ‘পর না- বলতে পারা মেয়ে।