কবিতায় নূপুর রায় (রিনঝিন)

ও মেয়ে
ও মেয়ে তুই উড়িস কেনো?
উড়িস কেনো মন আকাশে?
জানিস না তুই মেয়ে মানুষ
তোর কি এতো উড়তে আছে?
লোকে তোকে মন্দ বলে
যায় আসে না তোর কি তাতে?
থাকবি ঘরে, করবি যে ঘর
এর বেশি কি চাইতে আছে?
চালাবি প্লেন ওই আকাশে
যতই যাস না মহাকাশে!
তুই যে সেই মেয়ে মানুষ’ই
গর্ব করার আছে কী তাতে।
উচ্চাসনে বসে মেয়ে
করিস ফাইলপত্রে সাইন,
মেয়ে মানুষ থাকবে নীচে
এটাই তো সমাজের আইন।
মুসলমানের মেয়েগুলো
বোরখায় না ঢাকলে মুখ
সেটাতেও আপত্তি ভীষণ
রাঙায় সব রক্ত চোখ।
হিন্দু নারী ঘোমটা নাই
শাখা পলা সিঁদুর নাই
ঘোর কলিযুগ এদের জন্য
ছেলে বুঝি বেঘোরে যায়।
যত্ত দোষ সবই নারীর
পুরুষরা সব তুলসীপাতা
পিতৃতান্ত্রিক সমাজ হলেও
পুরুষ এবার নজর হঠাও।
খুব সুন্দর
ভীষন সুন্দর