কবিতায় পম্পা ঘোষ

মন ছুটে যায় গোপনে
তোমার কাছে যাবো বলে
সেজেছি আজ বাহারি,
আলতা পায়ে,লালটিপ আর
লালপাড়ে শ্বেত শাড়ি।
গহনা পরেছি নানান রকম
পরেছি নূপুর পায়
তোমার প্রিয় ফুল বেঁধেছি
তোমারই প্রিয় খোঁপায়।
নোলক পরেছি,রাঙিয়েছি ঠোঁট
কাঁকন পরেছি হাতে
কাজল মেখেছি নয়নে আমার
অঙ্গুরি অঙ্গুলিতে।
তোমার কাছে যাবো বলে রোজ
অনুভবে সাজি গোপনে
রাই হয়ে ছুটে অবুঝ এ মন
তোমার যুগল চরণে।
তুমি ছাড়া ওগো আমি বিরহিণী
করে কানাকানি লোকে
করে মাতামাতি কোন সে অসুখে
বিষাদিনী কোন শোকে!
কি করে বলি কোন সে অসুখ
বেঁধেছে বাসা মনে
বুক ফাটে তো মুখ ফোটেনা
একা সয়ে যাই গোপনে!
বিভোর হয়ে ভাবি বসে বসে
স্তম্ভিত যবে ফিরে,
চমকে উঠি, চেয়ে দেখি আমি
একলা আমার নীড়ে।